Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

বেঞ্চ -১ সভা তারিখ: ১০ জানুয়ারি, ২০২৪


প্রকাশন তারিখ : 2024-01-10
বেঞ্চ -১ সভা
তারিখ: ১০ জানুয়ারি, ২০২৪
সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ
উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য জনাব মোঃ আমিনুল ইসলাম এবং জনাব কংজরী চৌধুরী
চট্টগ্রাম ও সিলেট বিভাগের 12টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে নতুন অভিযোগ ছিল 09টি এবং প্রতিবেদন/বক্তব্যসহ উপস্থাপিত হয় 03টি অভিযোগ। বেঞ্চে উপস্থাপিত প্রতিবেদন সমূহে বেঞ্চ সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট নথিসমূহ নথিজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপস্থাপিত নতুন অভিযোগসমূহের মধ্যে কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর নিকট থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। একই সাথে উপস্থাপিত 03টি অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারীগণকে আইনী পরামর্শ প্রদানপূর্বক নথিসমূহ নথিজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
2024-01-18-15-10-5140292f3774731b339df71e7a06a641
 
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 17টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে নতুন অভিযোগ ছিল 09টি এবং প্রতিবেদন/বক্তব্যসহ উপস্থাপিত হয় 08টি অভিযোগ। বেঞ্চে উপস্থাপিত কয়েকটি প্রতিবেদনে বেঞ্চ সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট নথিসমূহ নথিজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি নথিতে উভয়পক্ষকে বেঞ্চের সম্মুখে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন অভিযোগসমূহের প্রেক্ষিতে একটি নথি আপোষ বেঞ্চে প্রেরণ, মামলা চলমান রয়েছে এমন নথিসমূহ নথিজাত, কয়েকটির ক্ষেত্রে আইনী পরামর্শ এবং একাধিক অভিযোগ তদন্তের সিদ্ধান্তে বেঞ্চ সভা সমাপ্ত হয়।