সভাপতিত্ব করেন কমিশনের সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা।
উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য জনাব বিশ্বজিৎ চন্দ ও জনাব কাউসার আহমেদ।
খুলনা ও বরিশাল বিভাগের ০৯টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।
সাতক্ষীরা জেলায় জমি রেকর্ড সংশোধনী মামলায় আইনগত সহায়তা প্রার্থী একজন আবেদনকারীকে আইনি সহায়তা প্রদানের জন্য কমিশনের একজন প্যানেল আইনজীবী নিযুক্তির সিদ্ধান্ত হয়। এছাড়া, খুলনার ডুমুরিয়ায় জনগণকে চড়া সুদে ঋণের ফাঁদে ফেলে নানাভাবে হয়রানির বিষয়ে প্রাপ্ত এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে
উক্ত এলাকায় এ ধরণের কার্যক্রম বন্ধ করে কমিশনেপ্রতিবেদন প্রেরণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী ও রংপুর বিভাগের ০৬টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।
ভূমিহীন ও ঘরহীন হওয়ায় একজন রিক্সা চালককে অনুসন্ধানপূর্বক ঘর বরাদ্দ দেওয়ার জন্য গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া একটি অভিযোগের সত্যতা না পাওয়ায় এবং অন্য একটি অভিযোগে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করায় নিষ্পত্তি করা হয়।