আজ বিকাল ৩.৩০ টায় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মোঃ সেলিম রেজা ও কর্মকর্তাগণ। এসময় গণমাধ্যমে মাননীয় চেয়ারম্যান বলেন, "এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান। সব পুড়ে গেছে।
ব্যাবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আমরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাই।" তিনি আরও বলেন, "আমরা প্রায়ই দেখি এধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয় কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়না। আমরা মনে করি, সকল অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতির কারনে এমন অগ্নিকান্ড হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।"