Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২০

Combatting Human Trafficking: Scope & Challenges of Promoting Safe Migration & Protecting Trafficking Survivors


প্রকাশন তারিখ : 2020-08-01

৩০ শে জুলাই মানব পাচার প্রতিরোধ দিবস ২০২০ উপলক্ষ্যে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ও উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের উদ্যোগে ২৯ জুলাই ২০২০ তারিখ Combatting Human Trafficking: Scope & Challenges of Promoting Safe Migration & Protecting Trafficking Survivors শীর্ষক  ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।  এ বছর দিবসটির প্রতিপাদ্য  “Committed to the Cause - Working on the Frontline to End Human Trafficking”। মানব পাচারকে মানবাধিকরের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মাননীয় চেয়ারম্যান বলেন এটি একটি জঘন্যতম অপরাধ। মানবপাচার হলো এমন এক ধরণের অপরাধ যার মাধমে মানুষকে শোষণের মাধ্যমে বাণিজ্যিক পণ্যের মতই নিয়ন্ত্রণ করে এবং শোষণের মাধ্যমে মুনাফা অর্জনের মত একটি হীন উদ্দেশে পরিচালিত হয়। একে আধুনিক দাস ব্যবসা অভিহিত করাই যথার্থ।

তিনি আরও বলেন, সারা পৃথিবীতেই মানব পাচার একটি বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের মত বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কোভিড-১৯ পরবর্তি বা নতুন স্বাভাবিক সময়ে এই পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ বহু মানুষ কাজ হারাচ্ছে এবং মানব পাচারের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। মানবপাচার প্রতিরোধে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি মনে করেন, মূল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে অপরাধ কমে আসবে।