Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২৪

ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান


প্রকাশন তারিখ : 2024-09-15

জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। তিনি ডায়ালেসিস বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং রোগীদের সাথে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা ও মানবাধিকার সুরক্ষা বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

2024-09-18-10-00-3f4d95c3b4a578800d38d4eaf52a0594

গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ গণমাধ্যমে ‘ডায়ালাইসিস বন্ধে ঝুঁকিতে রোগী’ বিষয়ক সংবাদ প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসে। এরই প্রেক্ষিতে কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করে। উক্ত সুয়োমটোতে কমিশন ভয়াবহ বন্যা কবলিত ফেনী সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা সচল রাখা এবং মানোন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করে।
 
উল্লেখ্য, ভয়াবহ বন্যা কবলিত ফেনীতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকা, বেসরকারি হাসপাতালের সুযোগ গ্রহণ ও অনিয়ন্ত্রিত খরচ, কিডনি জটিলতার রোগীদের ব্যাপক ভোগান্তির বিষয়টি সংবাদ প্রতিবেদনে উল্লেখ ছিলো। বিষয়টিতে উদ্বেগ প্রকাশপূর্বক কমিশন তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে। এরই প্রেক্ষিতে পরিস্থিতির মানোন্নয়ন হয়েছে বলে পরিদর্শনকালে দৃশ্যমান হয়।