Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২৩

বেঞ্চ-২: সভা ১৮ অক্টোবর, ২০২৩


প্রকাশন তারিখ : 2023-10-18

সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা ,উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য জনাব বিশ্বজিৎ চন্দ ও জনাব কাউসার আহমেদ

রাজশাহী ও রংপুর বিভাগের ০২টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সওজ রাস্তার প্বার্শস্থ সরকারি পতিত জমি ইজারা প্রদান করা হবে মর্মে সড়ক উপ-বিভাগ, পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় হতে ০৮/০৮/২০২৩ তারিখের দৈনিক কালেরকন্ঠ পত্রিকায়
একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর ঐ এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মর্মে প্রাপ্ত অভিযোগে বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে যাচাই প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া, এমপিওভুক্ত চাকরিতে বেতন কর্তন সংক্রান্ত একটি অভিযোগের
বিষয়ে রীট মামলা চলমান থাকায় নথিভুক্ত করা হয়। খুলনা ও বরিশাল বিভাগের ০8টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। চড়া সুদে ঋণ গ্রহণ ও ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ গ্রহীতার
স্ত্রীকে ধর্ষণ ও হত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়ে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করাসহ হত্যা মামলার পরিবর্তে আত্মহত্যার প্ররোচনার মামলা গ্রহণ করার বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য সংশ্লিষ্ট পুলিশ
সুপারকে বলা হয়েছে। এছাড়া, উক্ত চড়া সুদে ঋণ প্রদান করে হয়রানির বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে বলা হয়। একই অভিযোগে ঋণ পরিশোধ করতে না পারায় ঋণ গ্রহীতার বসতভিটার জমি
রেজিস্ট্রি করে নেয়ার বিষয়ে জেলা রেজিস্ট্রারকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী  নির্যাতনের একটি ঘটনায় ভিকটিমকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তদন্তপূর্বক দায়ী রিক্রুটিং
এজেন্সীসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-কে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। অন্যদিকে, সরকারী এক চাকরিজীবীর পেনশনের অর্থ না পাওয়া
সংক্রান্ত অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যাচাই প্রতিবেদন চেয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। তাছাড়া চারটি অভিযোগে মানবাধিকার লঙ্ঘনের বিষয় প্রাথমিকভাবে প্রতীয়মান  না হওয়ায় নথিভুক্ত করা হয় এবং একটি অভিযোগের প্রতিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি গ্রহণের দিন পরিবর্তন করা হয়।