সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা। উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য ড. বিশ্বজিৎ চন্দ।
রাজশাহী ও রংপুর বিভাগের ০৫টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরও হয়রানি সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযোগকারীর বক্তব্য জানতে চাওয়া হয়। পৈত্রিক সম্পত্তির বণ্টন নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। জমি অধিগ্রহণে টাকা কম পাওয়া সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে বলা হয়। জোরপূর্বক পুকুরের মাছ ও গাছের আম নিয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রতিপক্ষকে বেঞ্চে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়। ঋণের টাকা পরিশোধ করে দেওয়ার আবেদন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করা হয়।
খুলনা ও বরিশাল বিভাগের অভিযোগ বেঞ্চে উপস্থাপিত হয়নি।