Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২৪

বেঞ্চ -১ সভা তারিখ: ৩১ মার্চ, ২০২৪


প্রকাশন তারিখ : 2024-03-31
বেঞ্চ -১ সভা
তারিখ: ৩১ মার্চ, ২০২৪
2024-04-17-09-10-839048c70b430ce5400b4fab8b697f50
সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ
 
উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব কংজরী চৌধুরী এবং ড. তানিয়া হক।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩২টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে নতুন অভিযোগ ছিল ২৫টি এবং প্রতিবেদন/বক্তব্যসহ উপস্থাপিত হয় ০৭ টি অভিযোগ। বেঞ্চে উপস্থাপিত অভিযোগের মধ্যে কয়েকটি অভিযোগে অভিযোগকারীগণকে আইনগত পরামর্শ প্রদান করে অভিযোগসমূহ নথিভুক্ত করা হয়েছে। এছাড়া, পারিবারিক বিরোধের তিনটি অভিযোগ আপোষে নিষ্পত্তির লক্ষ্যে নথি কমিশনের আপোষ বেঞ্চে প্রেরণ এবং অন্যান্য অভিযোগসমূহ তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
সিলেট ও চট্রগ্রাম বিভাগের ০৭টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। ০৭টি অভিযোগের মধ্যে নতুন অভিযোগ ছিল ০৫টি। বেঞ্চে উপস্থাপিত সংশ্লিষ্ট নথিসমূহের মধ্যে ০৩টি নথিতে পরামর্শ প্রদান করে নথিজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন অভিযোগের ক্ষেত্রে ০২টির একটি নথিতে জেলা প্রশাসক, চট্টগ্রাম-কে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়। অন্যটি সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-কে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়। ০২ টি পুরানো অভিযোগের মধ্যে একটি কমিশনের কক্সবাজার জেলা কার্যালয়-কে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়। অন্যটি সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-কে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়।