তিনি মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক উপস্থাপনপূর্বক আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে প্রাসঙ্গিক বিষয়টি উপস্থাপন করেন৷ বক্তব্যে তিনি নির্ধারিত বিষয়টিতে ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপট বিশেষভাবে বিশ্লেষণ করেন। তিনি সমস্যার প্রকৃতি তুলে ধরেন এবং বৈশ্বিক সমন্বিত উদ্যোগের পেছনে গুরুত্ব প্রদান করেন। ড. কামাল উদ্দিন আহমেদ বলেন 'ভূমি অধিকার ও ভূমিতে মালিকানা না থাকলে দরিদ্র মানুষের জীবনে টেকসই উন্নয়ন আসে না। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয় তার মধ্যে ভূমি সংক্রান্ত সমস্যা ও সংকট সেই ক্ষতিকে আরো বাড়িয়ে তোলে'। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি মালিকানা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে জলবায়ু সম্মেলন।