Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২৪

শুদ্ধাচার চর্চার মাধ্যমে বন্দিদের সুস্থ জীবনে ফেরানো সম্ভব (মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন)


প্রকাশন তারিখ : 2024-02-29

কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করা গেলে বন্দিদের মধ্যে অনুশোচনাবোধ সৃষ্টি ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব- ড. কামাল উদ্দিন আহমেদ জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

2024-03-14-20-15-6f20c0ae559b91223a5219cf4ecefd02

পরিদর্শনকালে ড. কামাল উদ্দিন আহমেদ কারাগারের কয়েদীদের খাবারের মান, স্বাস্থ্যব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা, কারাগার কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। কমিশনের চেয়ারম্যান জেলখানার কয়েদিদের খাবারে পুষ্টিগুণ বৃদ্ধির বিষয়ে কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরার জন্য ডিআইজি প্রিজনকে নির্দেশনা দেন। কারাগারগুলোকে ক্রমে সংশোধনাগারে পরিণত করা গেলে বন্দিদের মধ্যে অনুশোচনাবোধ সৃষ্টির ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন। পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্য কারাগারের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বন্দীদের খোঁজখবর নেন, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

2024-03-14-20-16-9ae4555dbcdb428d0d7d3d7058cf8b22

কমিশনের চেয়ারম্যান প্রয়োজনে অসহায় কয়েদিদের জাতীয় মানবাধিকার কমিশন থেকে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরিদর্শন কালে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি প্রিজন, জেল সুপার, সহকারী সার্জন উপস্থিত ছিলেন। কমিশনের কর্মকর্তাদের মধ্যে পরিচালক(প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক মোহাম্মদ গাজী সালাহউদ্দিন, সহকারী পরিচালক মো: তানবিরুল ইসলাম এবং সহকারী পরিচালক মো: শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও, দুপুর ২.০০ টায় মানবাধিকার সচেতনতা সৃষ্টির কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান এবং জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতির খোঁজ নেন কমিশনের চেয়ারম্যান।