১২/১০/২০২৩ তারিখে জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এর যৌথ উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ আইন ২০২২’ শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব ড. কামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা ও সদস্য ড তানিয়া হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান আইনটি চূড়ান্ত রূপ দেওয়া এবং পাশ করানোর ক্ষেত্রে সকলের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মহামান্য হাইকোর্টের নির্দেশনা উল্লেখপূর্বক আইনটি প্রণয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।