Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

বেঞ্চ-২ এর সভা তারিখ: ১৭ জানুয়ারি, ২০২৪


প্রকাশন তারিখ : 2024-01-17

2024-01-18-15-22-d9583c50ef4331f7d0ad8c10c5f22412

সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য জনাব মোঃ সেলিম রেজা। উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য ড. বিশ্বজিৎ চন্দ ও জনাব কাওসার আহমেদ।
রাজশাহী ও রংপুর বিভাগের ০৮টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ২০,০০০/- টাকার স্থলে ২,০০০/- টাকা প্রদান সংক্রান্ত অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে জানানো হয় যে, বকেয়া সম্মানী ভাতা বাবদ 2,34,000/- টাকা পরিশোধের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট চলমান থাকায় নথিভুক্ত করা হয়। পারিবারিক সমস্যা সংক্রান্ত অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সম্পত্তি থেকে বেদখলের উদ্দেশ্যে মারধর সংক্রান্ত অভিযোগে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়। একটি অভিযোগের প্রাথমিক সত্যতা না থাকায় নথিভুক্ত করা হয়। তিনটি অভিযোগে প্রতিকার প্রাপ্ত হওয়ায় প্রতিবেদনের প্রেক্ষিতে নথিভুক্ত করা হয়।
খুলনা ও বরিশাল বিভাগের ১২টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। বিয়ের প্রলোভনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্তৃক ধর্ষণ, সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিলের আবেদন, পুলিশ কর্তৃক শ্লীলতাহানি ও মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি সংক্রান্ত তিনটি অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণ করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। তিনটি অভিযোগে আইনী সহায়তা প্রদানের জন্য কমিশনের প্যানেল আইনজীবী নিযুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দ্বন্দ্বে সকল শিক্ষকদের বেতন না পাওয়ার অভিযোগের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। সৌদি আরবে গৃহকর্মী নির্যাতন সংক্রান্ত অভিযোগে বিএমইটি কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিক সত্যতা না পাওয়ায় একটি অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে সত্যতা না পাওয়ায় তিনটি অভিযোগ নথিভুক্ত করা হয়।