ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ও প্রতিবেদন প্রস্তুতির লক্ষে প্রতিবছরই বিভিন্ন আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের পক্ষ হতে কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। এ বছর জেনেভা ভিত্তিক আর্ন্তজাতিক প্রতিষ্ঠান UPR Info জাতীয় মানবাধিকার কমিশনের সাথে এমন একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি আগামী 18-20 জানুয়ারি ২০২১ ভার্চূয়ালি অনুষ্ঠিত হয়েছে।
ইউপিআর-এর মাধ্যমে জাতিসংঘের সদস্য দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি প্রতি চার বছরে একবার পর্যবেক্ষণ করা হয় । জাতীয় মানবাধিকার কমিশন ২০12 সাল থেকে ইউপিআর প্রতিবেদনের এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে।