Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

বেঞ্চ -১ সভা তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৪


প্রকাশন তারিখ : 2024-01-19
বেঞ্চ -১ সভা
তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৪
সভাপতিত্ব করেন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ
উপস্থিত ছিলেন কমিশনের সম্মানিত সদস্য জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব কংজরী চৌধুরী এবং ড. তানিয়া হক।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 15টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে নতুন অভিযোগ ছিল 11টি এবং প্রতিবেদন/বক্তব্যসহ উপস্থাপিত হয় 04টি অভিযোগ। বেঞ্চে উপস্থাপিত ডিবি হেফাজতে থাকা আসামির মৃত্যু সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে জননিরাপত্তা বিভাগের প্রতিবেদন পর্যালোচনান্তে ভিকটিমকে সাময়িক সাহায্য প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি অভিযোগের বিষয়ে উভয়পক্ষের বক্তব্য শ্রবণান্তে তর্কিত বিষয়টি নিজেরা বসে আপোষে নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। অন্য একটি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীকে আইনী পরামর্শ প্রদান করা হয়েছে এবং অপরটির প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নতুন অভিযোগসমূহের প্রেক্ষিতে দুইটি নথি কমিশনের আপোষ বেঞ্চে প্রেরণের জন্য, একটি বেঞ্চ-1 এ শ্রবণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পারিবারিক বিষয় সংক্রান্ত তিনটি অভিযোগের ক্ষেত্রে দুইটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং একটিতে জেলা লিগ্যাল এইড কর্মকর্তাকে আপোষে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত দু্ইটি অভিযোগের বিষয়ে পুলিশ বিভাগকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। একটি মেডিকেল ইন্সটিউটিটের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে তদন্তপূর্বক প্রতিবেদনের জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের 05টি অভিযোগের বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে নতুন অভিযোগ ছিল 01টি এবং প্রতিবেদন/বক্তব্যসহ উপস্থাপিত হয় 04টি অভিযোগ। বেঞ্চে উপস্থাপিত প্রতিবেদন সমূহের 03টি নথিতে বেঞ্চ সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট নথিসমূহ নথিজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি নথির ক্ষেত্রে পুনরায় প্রতিবেদনের জন্য বলা হয়েছে। উপস্থাপিত নতুন একটি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীকে আইনী পরামর্শ প্রদান করা হয়েছে।