১৬ অক্টোবর ২০১৯ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিবৃন্দ। এসময় তারা বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম নারী চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ায় নাছিমা বেগম এনডিসি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মানবাধিকার সুরক্ষায় তাঁর পূর্ব অভিজ্ঞতার প্রশংসা করেন। শিশুদের মাঝে নৈতিক মূল্যবোধ সৃজনে মানবাধিকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে কমিশনের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। এ বিষয়ে একযোগে কাজ করার বিষয়ে মাননীয় চেয়ারম্যান তাদেরকে আশ্বাস প্রদান করেন। তিনি উল্লেখ করেন শৈশবে শিশুদের মাঝে নৈতিক মূল্যবোধ তৈরি হলে সেখান থেকেই তারা মানবাধিকার সুরক্ষায় তাদের ভবিষ্যৎ চলার পথ বিনির্মাণ করতে সমর্থ হবে।