Wellcome to National Portal
  • 2024-07-29-05-57-1560ebbd9e75131683f314f33f275119
  • 2024-02-18-09-00-2b67d671ed517a2a79f614e30f6ee407
  • 2023-12-17-09-53-3354e3714d5c49d384c59b8bad6bf8ab
  • 2023-11-19-03-50-10af54e18d8f499011651d44ea6b1323
  • 2023-01-18-08-39-1cd6c23b4dc1525f0bff21acecee8113
  • 2023-01-18-08-04-12916d028a75c3baf25882dfe7ab341b
  • 2023-01-17-05-51-f6cc3075be74359a590ad5896e59087f
  • 2022-12-18-06-25-18103cac0e90842a2b757fc6a06461b9
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st ডিসেম্বর ২০২৩

শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণের নিমিত্ত আজ জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধিদল নায়ারনগঞ্জ জেলায় উর্মি গ্রুপ এবং ফকির ফ্যাশন লিমিটেড এর ফ্যাক্টরি পরিদর্শন করেন।


প্রকাশন তারিখ : 2023-12-29

শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণের নিমিত্ত আজ জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নায়ারনগঞ্জ জেলায় উর্মি গ্রুপ এবং ফকির ফ্যাশন লিমিটেড এর ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য জনাব মো: সেলিম রেজা, পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব কাজী আরফান আশিক ও উপপরিচালক এম. রবিউল ইসলাম।

2023-12-31-14-25-c042e07a227d2ebafa29e2816d95e14d

পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান বলেন, ''পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটি দেশের জন্য গৌরবের এবং সুনাম বয়ে নিয়ে এসেছে। পোশাকখাতের মূল শক্তি আমাদের শ্রমিকগণ৷ শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাসমূহ  নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।

তিনি আরো বলেন, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে৷  শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। কোনো সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে৷

2023-12-31-14-26-ebdc1c5f364254ce6a4aed29a2fbfe35

পরিদর্শনকালে শ্রমিকদের কর্মপরিবেশ, কর্মঘন্টা, চিকিৎসা সুবিধা, ডে কেয়ার সুবিধা ইত্যাদি ঘুরে ঘুরে পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। নারী শ্রমিকদের কর্মপরিবেশ কেমন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এ সময় শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন কমিশনের প্রতিনিধি দল।