জনাব মোঃ সেলিম রেজা ৮ ডিসেম্বর ২০২২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশন এর সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন।
জনাব মোঃ সেলিম রেজা ১৯৬১ সালে পাবনা জেলার বেড়া থানার সানিলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রী অর্জন করেন এবং ৭ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি Post Graduate Diploma in Governance Studies ডিগ্রী সম্পন্ন করেন। এছাড়াও তিনি জার্মানীর University of Potsdam থেকে Governance, Project Management, Monitoring System and Negotiation, United Kingdom (UK) এর University of Wolverhampton থেকে Managing at the Top (MATT-2), আমেরিকা’র Duke University থেকে Development Administration and Management এবং Asian Institute of Technology, Thailand †_‡K Public Administration Reform, Performance Management and Service Delivery এর উপর পেশাগত উচ্চতর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
জনাব মোঃ সেলিম রেজা রেলপথ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মত দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মহাপরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর প্রথম সচিব (শ্রম), চার্জ দি অ্যাফেয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের Senior Assignment Officer জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং যশোর কালেক্টরেট ও জীবননগর উপজেলায় সহকারী কমিশনার হিসেবে কাজ করেন।
জনাব মোঃ সেলিম রেজা রেলপথ মন্ত্রণালয়ে সচিব হিসেবে ৫ মে ২০২০ তারিখে যোগদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ রেলওয়েকে একটি আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ এবং তা র্সাথকভাবে বাস্তবায়ন করেন।
জনাব রেজা পেশাগত জীবনে বেশীরভাগ সময় বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের সাথে কাজ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর বিচক্ষণ নেতৃত্বে অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিতকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান উন্নয়নে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্লাটফর্মে সরকারের প্রতিনিধিত্ব করেন; যার মধ্যে রয়েছে Global Forum of Migration Development (GFMD), Colombo Process, Abu Dhabi Dialogue, KOICA ILO, IOM etc. তিনি বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশী কর্মীদের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন। স্বাক্ষরিত Memorandum of Cooperation (MOC) এর আওতায় শূন্য অভিবাসন ব্যয়ে জাপানে সুশৃঙ্খলভাবে প্রশিক্ষিত টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণের পথ উন্মুক্ত হয়; যা এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও কুয়েত, কাতার, হংকং, সিসেলস, জর্ডান, ওমান, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের সাথে চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এসব দেশে বাংলাদেশী কর্মীদের অধিকতর কর্মসংস্থান ও কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে বিশেষ ভ‚মিকা রাখছে। আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসীকর্মীদের মধ্যে কৌশলগত ঐক্য গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর প্রধান উদ্যোগ ছিল অভিবাসী কর্মীদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার রোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
জনাব মোঃ সেলিম রেজা বিএমইটি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নসহ আধুনিকায়ন ও সেবার মান সহজীকরণ এবং অভিবাসী কর্মীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাপক সংস্কার ও উন্নয়ন সাধন করেন। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ঢাকায় কেন্দ্রীভূত সেবা ডিজিটালাইজ করে জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিএমইটি ও এর অধীনস্থ অফিসসমূহ আধুনিকায়ন করায় দেশব্যপী অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলা, উদ্ভাবনী এবং ডিজিটাল মেলায় জেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলো ব্যাপকসংখ্যক পুরস্কার অর্জন করে। তিনি অভিবাসী কর্মীদের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ ‘সোনার মানুষ’ পুরস্কার ও শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন।
জনাব রেজা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর অতিরিক্ত সচিব হিসেবে বৈদেশিক সহায়তার প্রয়োজনীয়তা নিরুপন, উন্নয়ন সহযোগীদের সাথে যোগাযোগ স্থাপন, নেগোসিয়েসনের কৌশল নির্ধারণ, চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈদেশিক সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণ, বৈদেশিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি কার্যাদি সম্পাদন করেন। বহির্বিশ্বে বিভিন্ন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এবং দক্ষতার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে অবদান রাখেন। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহায়তা বিষয়ে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ-সৌদি আরব যৌথ অর্থনৈতিক কমিশন, , Saudi Fund for Development, Kuwait Fund for Arab Economic Development, OPEC Fund, ITFC, Islamic Development Bank (IDB) প্রভৃতি উন্নয়ন সহযোগীদের সাথে নিবিড়ভাবে দক্ষতার সাথে কাজ করেন এবং তাদের সাথে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা ও যৌথ অর্থনৈতিক কমিশনের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করেন।
জনাব রেজা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব ও দীর্ঘ সময় চার্জ দি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতা লাভ করে, ফলশ্রুতিতে কুয়েতে রেকর্ডসংখ্যক বাংলাদেশী কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি কুয়েতস্থ বাংলাদেশী প্রবাসীদের সামাজিক সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকান্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করেন। দূতাবাসের সেবা সহজীকরণ ও প্রবাসীদের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে তিনি সর্বস্তরের মানুষের গভীর আস্থা ও ভালবাসা অর্জন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের Senior Assignment Officer হিসেবে এবং প্রায় দশ বছর মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অধিকন্তু, জনাব মোঃ সেলিম রেজা, চেয়ারম্যান, বোর্ড অব ডাইরেক্টর, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল), রেলপথ মন্ত্রণালয়; চেয়ারম্যান, বোর্ড অব ডাইরেক্টরস, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; চেয়ারম্যান, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; চেয়ারম্যান, দক্ষতা উন্নয়ন ফান্ড ম্যানেজমেন্ট বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ডাইরেক্টর, প্রবাসী কল্যাণ ব্যাংক; ডাইরেক্টর, বিটাক, শিল্প মন্ত্রণালয়; ডাইরেক্টর, বোর্ড অব ডাইরেক্টরস, ট্রেনিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), বিসিআইসি, শিল্প মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ সেলিম রেজা বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও সদস্য হিসেবে বিভিন্ন দ্বিপাক্ষীয় চুক্তি, সমঝোতা স্মারক স্বাক্ষর, সেমিনার, দ্বিপক্ষীয় সভা, যৌথ কমিটির সভা, স্টাডিট্যুর ও শ্রম বাজার অনুসন্ধানের জন্য বেশ কিছু দেশ ভ্রমণ করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থান, অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বি,পি,এ,টি,সি), পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বি,সি,এস কর্মকর্তাদের এবং রিসোর্স পার্সন হিসেবে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন।
তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি নিজ এলাকার প্রভুত উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন এবং মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। জনাব মোঃ সেলিম রেজা বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক। জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ বিমানের পাইলট এবং কনিষ্ঠ পুত্র এমবিএ অধ্যয়নরত। তাঁর স্ত্রী মর্যাদাপূর্ণ শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।